মানিকছড়িতে লকডাউনে সহযোগীতা করছে যুব রেড ক্রিসেন্ট
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলায় করোনায় চলমান লকডাউনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের সদস্যরা কাজ করে যাচ্ছে।
মাইকিং,মাক্স বিতরণসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করে যাচ্ছে যুব সদস্যরা।মানিকছড়ি উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে এলাকর জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন।
এ প্রসঙ্গে মানিকছড়ি ইউনিটের যুব প্রধান আশরাফুল আলম বলেন,যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট করোনা শুরু থেকে যুব সদস্যরা বিভিন্ন কর্মসূচী পাশাপাশি অত্র এলাকার জনগণের করোনা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান