মানিকছড়িতে শহীদ মিনার পরিস্কার করলেন রেড ক্রিসেন্ট’র সদস্যরা
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার পরিছন্নতা করলেন রেড ক্রিসেন্ট সদস্যরা ।
২০ ফেব্রুয়ারী বুধবার সকাল সারে ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি গিড়ি মৈত্রী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো.মনির হোসেন,সেচ্ছ সেবা সংগঠন একতা যুব সংঘের সভাপতি মো.নাসির উদ্দিন,যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু, আরসিওয়াাই হাবিবুর রহমান,রবিউল হাসান,থোইয়াইঅং প্রু মারমা প্রমূখ।