• July 27, 2024

মানিকছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং রামগড় তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক ওরিয়েন্টশন কর্মশালা  অনুষ্টিত হয়েছে। ২৮ মে সোমবার ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্টিত শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া,সহকারি কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ,ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শর্ষিক প্রকল্পের আওতায় শিশু ও নারীর অধিকার,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য,জন্ম নিবন্ধন, শিক্ষা নারীর ক্ষমতায়ণ কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ,পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা,জেন্ডার সমতা নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি ব্যক্তিবর্গ এগিয়ে এলে সরকারের উল্লেখিত কর্মসূচীর সুফল ভোগ করবে জনগণ।

ওরিয়েন্টশনে উপজেলার সকল জনপ্রতিনিধি, ইউপি সচিব, ইমাম, সমাজ প্রধান, এনজিও প্রধান, এনজিও কর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post