মানিকছড়িতে শীতকালীন ক্রীড়ানুষ্ঠানে পুরস্কার বিতরণ

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার স্কুল-মাদরাসায় ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৩ জানুয়ারী শুক্রবার রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন, প্রধান শিক্ষক অজিত কুমার নাথ (ভারপ্রাপ্ত), বিপ্লব বিজয় চক্রবর্তী, মো. ওবায়দুল হক, মো. বশির আহম্মদ, সুপার সাইফুল ইসলাম(ভারপ্রাপ্ত), মো. হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ ক্রীড়া শিক্ষকগণ।
বক্তব্য শেষে শীতকালীন ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী ও বিজিত একক ও দ্বৈত এবং দলীয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।