মানিকছড়িতে শ্লীলতাহানির ঘটনায় মামলা, যুবক আটক

স্টাফ রিপোর্টার: মানিকছড়িতে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঐ নারী (৯ মার্চ) বাদী হয়ে থানায় মামলা দায়ের কারেন। আটককৃত যুবক ডাইনছড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল কাদের’র পুত্র মো. আব্দুল করিম (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় থেকে সন্তানের উপবৃত্তির ফরম পূরণ শেষে ছুদুরখীল এলাকার নিজ বাড়িতে ফেরার পথে ডাইনছড়ি বাজারে আসলে অভিযুক্ত ব্যক্তি (করিম) তার মোটরসাইকেলে উঠতে বলে। তখন সে তার কাছে ভাড়া নেই বলে জানায়। পরে বিনা পয়সায় পৌছে দেয়ার কথা বলে (করিম) মোটরসাইকেলে উঠায়। পরে লালটিলা হয়ে ছুদুরখীল যাওয়ার পথে জনমানব শূণ্য এলাকায় পৌছলে শ্লীলতাহানির চেষ্টা করলে চিৎকার চেচামেচি করে ভিকটিম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিষয়টি স্থানীয় মেম্বার মানিক ত্রিপুরাকে জানায়। দুপুরে ভিকটিম মানিকছড়ি থানায় মামলা করতে আসলে সন্ধায় পরিষদে বসে বিষয়টি সমাধা করে দেয়ার কথা বলে তাকে নিয়ে যান ২নং বাটনাতলী ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম। পরে সন্ধায় ইউনিয়ন পরিষদে বৈঠকে বসে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান। এ খবর জানা জানির এক পর্যায়ে মানিকছড়ি থানা পুলিশের হস্তক্ষেপে ভিকটিম রাতে থানায় এসে মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত আসামী মো. করিমকে রাতেই আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম।