• December 11, 2024

মানিকছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদে বর্ধিত সভা

মিন্টু মারমা, মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সনাতন সমাজ কল্যাণ পরিষদে শ্রীশ্রী রাজ শ্যামা মন্দিরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল‘র সভাপত্বিতে প্রধান অতিথিছিলেন,সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রয় কমিটির সাধারন সম্পাদক সজল বরণ সেন, এসময় প্রধান অতিথি তার বক্তব্যের বলেন,সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।সকল প্রকার ভেদা ভেদ ভুলে গিয়ে নিজস্ব ধর্ম সস্কৃতি রক্ষায় প্রত্যেয়ে এ সাথে কাজ করতে হবে।সমাজের কোন প্রকার বিশৃঙ্গখলা করা যাবে না,সমাজের শৃঙ্গখলা বজায় রেখে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদেরকে কোন ক্ষতি করতে পারবে না।

পরিশেষে অত্র উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামীর ১০দিনের মধ্যে উপজেলা সন্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন এবং কেশব লাল দে কে আহবায়ক করে একটি সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেণ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.নারায়ন চন্দ্র নাথ, অজিত কুমার দে,তুষার পাল ও ডা.অমর দত্ত প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post