মানিকছড়িতে সাংগ্রাইং উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
মিন্টু মারমা: মানিকছড়িতে সাংগ্রাইং উৎসব উপলক্ষে ১৩ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা মারমা উন্নয়ন সংসদের উদ্দ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় সহস্রাধিক মারমা নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেন।
শনিবার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মহামুনি বৌদ্ধ বিহার মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন ম্্রাগ্য মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. অমর দত্ত, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংশেপ্রু মারমা, সাধারণ সম্পাদক রিপু মারমা কংজপ্রু, ল্রাবেঅং মারমা।
এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় মারমা নারী-পুরুষ ও শিশু-কিশোরদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোঁশাক পড়ে জুম চাষে বিভিন্ন উপকরণ প্রদর্শন করেন।