মানিকছড়িতে সাজ্জাত হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

মানিকছড়িতে সাজ্জাত হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকায় কোরআনের হাফেজ ও প্রবাসী সাজ্জাদ হোসেনকে নির্মম ও নৃশংস

‘করোনা’ মহামারীতে অনলাইন স্কুল খুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রুপা মল্লিক ও পরশ মাহমুদ
খাগড়াছড়ি জেলা প্রশাসকের মতবিনিময় সভা রামগড়ে
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকায় কোরআনের হাফেজ ও প্রবাসী সাজ্জাদ হোসেনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং খুনি মুস্তাফিজকে ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে যোগ্যাছোলা এলাকাবাসী।।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় যোগ্যাছোলা বাজারস্থ্য শহীদ মিনার সংলগ্নে ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন পাটোয়ারী, যুবলীগ সভাপতি নুরুল আফসার শামীম, সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর শনিবার রাত ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) এর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। সম্প্রতি এঘটনার রহস্য উন্মেচন করেছে পুলিশ! সাজ্জাত হোসেনকে নিজ হাতে খুন করেছে মর্মে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের হেফাজতে থাকা নিহতের ছোটভাই মো. মোস্তাফিজুর রহমান (১৯)।