মানিকছড়িতে ভাতা বিতরণ বিষয়ে সেমিনার
স্টাফ রিপোর্টার: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জি২পি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে দিন ব্যাপী এক সেমিনার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ডা. সূচয়ণ চৌধুরী। উপজেলা সমাজসেবা অফিসার, মো. আবদুর রাশেদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। সেমিনারে জি২পি পদ্ধতির সুবিধা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, মো. মনিরুল ইসলাম। অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, রোকেয়া বেগম ও মো. জসিম উদ্দীন।
সেমিনারে অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ, ডা. খায়রুল বাশার, উপজেলা মৎস্য অফিসার, প্রণব কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার, মো. আইয়ুবর রহমান, ইউপি চেয়ারম্যান, মো. আবুল কালাম আজাদ, মো.ইদ্রিস ইসলাম বাচ্চু (ভারপ্রাপ্ত), কৃষি ব্যাংক ব্যবস্থাপক, দীলিপ কুমার দেওয়ান, থানা পুলিশ উপ-পরিদর্শক, (এস.আই) মো. নাজমুল হাসান, কারিতাস মাঠ সহায়ক, মো. সোলায়মান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আবদুল মান্নান, সদস্য মো. ইসমাইল হোসেন প্রমূখ।