• July 27, 2024

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ ও অনুদান বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: বৈশ্বিক মহামারী প্রাণঘাতি ‘করোনা’ ভাইরাসে কর্মহীন পরিবারে ঈদ আনন্দ ফিরিয়ে দিতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সহায়তা ও আগুনে পুড়ে যাওয়া ইসকন মন্দিরে অনুদান বিতরণ করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।

২৯ জুলাই সকাল ১০টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত ত্রাণ বিতরণের আয়োজন করেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এতে উপজেলার ৪০টি দুঃস্থ পরিবারের প্রধানরা সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত চাল,ডাল, সেমাই,চিনি,দুধ,তেল,সাবান,লবণ, সুঁজি,নুডুলস গ্রহন করেন। এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মো. কাওসার জাহান পিএসসি,জি ও উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ পিএসসি,জি, ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম সৌখিন ও লেফটেন্যান্ট রায়হান বিন মাকসুদ মৌন উপস্থিত ছিলেন।

পরে জোন অধিনায়ক লে.কর্ণেল মো. কাওসার জাহান পিএসসি,জি সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া উপজেলার ইসকন মন্দির পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় ইসকন মন্দির পরিচালক বাবুল পাল ও জেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক সজল বরণ সেন ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post