• November 22, 2024

মানিকছড়িতে সেলুন ও ফার্নিচার মালিক-শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আবদুল মান্নান: বৈশ্বিক মহামারি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সরকারি বিধি-নিষেধে মানুষজন গৃহবন্দি,কর্মহীন। কারো সংসারে আয়-রোজগার নেই। মানিকছড়ির হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট দিনের কিছু সময় খোলা থাকলেও ‘নরসুন্দর ও ফার্নিচার ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে লকডাউনে। ফলে এ পেশায় জড়িত মালিক ও শ্রমিকরা চরম দুর্ভোগে দিনাতিপাত করছে। অবশেষে তাদের দুর্ভোগের কথা জানতে পেরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার নিজ উদ্যোগে ৭মে সকাল সাড়ে ১০টায় দেড় শ জনের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন।

বৈশ্বিক মহামারি‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় সরকারী বিধি-নিষেধে গত ২৬ মার্চ থেকে মানিকছড়ির হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় মুদি,খাবার,ওষুধ,কাচা-বাজার ব্যতিত সকল দোকান-পাট বন্ধ । ফলে‘নরসুন্দর’সেলুন ব্যবসায়ী মালিক শ্রমিক ও ফার্নিচার ব্যবসায় জড়িত মালিক শ্রমিকরা সম্পূর্ণরুপে গৃহে অবরুদ্ধ! যার ফলে তাদের সংসারে চলছে দূর্বিসহ দুঃসময়। ইতোমধ্যে তাদের দুঃসময়ের হালচাল নিয়ে পত্র-পত্রিকা ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার ওইসব সেলুন ও ফার্নিচার ব্যবসায়ী-কর্মচারীর পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

৭ মে সকাল সাড়ে ১০টায় অবকাশ সংলগ্ন সড়কে ৭০ জন সেলুন ৮০জনসহ মোট ১শ ৫০জন নরসুন্দর ও ফার্নিচার ব্যবসায়ী-কর্মচারীর হাতে এসব ত্রাণ-সামগ্রীর প্যাকেট তুল দেন এম.এ. জব্বার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ফার্নিচার সমিতির সভাপতি নিপ্রু মারমা ও সেলুন ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক সমীর কান্তি শীল, ক্রীড়াবিদ মো. মহি উদ্দীন মুকুল প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post