• February 19, 2025

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

 মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। ২৪ জানুয়ারি রোববার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমান পল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস (চট্টমেট্টো- জ ১১-০৭১৫) খাদে পড়ে আব্দুল সাত্তার(৩২) নামে এক শ্রমিক নিহত হয়।

নিহত আব্দুল সাত্তার মানিকছড়ি সদর গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতরা সবাই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়ার পথে ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। একজন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

অপরদিকে, সকালে জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে উগ্যজাই মারমা নামে এক পথচারী আহত হয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post