• February 19, 2025

মানিকছড়িতে ৩শ বস্তা মেয়াদোত্তীর্ণ চাল জব্দ

আবদুল মান্নান,মানিকছড়ি: মানিকছড়ি’র ‘রহমানিয়া অটো রাইচ মিল’ এ মেয়াদোত্তীর্ণ চাল গুদামজাত করার গোপন খবরে ১২ এপ্রিল সকাল ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট তামান্না মাহমুদ অভিযান পরিচালনা করে ৩শত বস্তা মেয়াদোত্তীর্ণ চাউন আটক করেন।

মানিকছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ‘রহমানিয়া অটো রাইচ মিলে’ মেয়াদোত্তীর্ণ চাউল রিফাইনিং করে বাজারজাত করছে মর্মে গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন ইউএনও তামান্না মাহমুদ।

এ সময় তিনি চট্টগ্রাম থেকে আনা ৩শত বস্তা ‘নন- বাঁশমতি পারি’ চালভর্তি ট্রাক নং চট্টমেট্রো-ট-১১-৫৪৩২ চাউল আন-লোড অবস্থায় আটক করেন। চাউলের বস্তার উপরে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ২০১৯। ‘রহমানিয়া রাইচ মিল’ মালিক উক্ত চাউল চট্টগ্রামোর জনৈক পারভেজ এর নিকট খেথে বস্তা প্রতি (৫০কেজি) ১৪৫০ টাকা হারে ক্রয় করেন।

পরে তা রিফাইনিং করে নতুন বস্তায় ভরে চড়া দামে বাজারজাত করেন। আটক ৩শত বস্তায় এক হাজার ৫শত কেজি চাল রয়েছে। উক্ত চাল আটকের পর উপজেলা কৃষি কর্মকর্তা,খাদ্য কর্মকর্তা ও স্যানেটারী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ হেফাজতে রেখে আইনগত বিষয়ে কাজ করছেন প্রশাসন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post