Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়িতে ৩০ লিটার মদসহ আটক ১, থানায় মামলা

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি থেকে উৎপাদিত বাংলা মদ চট্টগ্রাম পাচারকাল নয়াবাজারস্থ চেকপোস্টে ৩০লিটার সমপরিমান ১২০ বোতল মদ আটক করেছে পুলিশ। ১৬ আগস্ট

খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
মিথ্যা মামলায় গ্রেফতার বন্ধ ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রেস ব্রিফিং
পাহাড়ে ২৩ বিজিবির থার্টিফাস্ট নাইট উদযাপন
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি থেকে উৎপাদিত বাংলা মদ চট্টগ্রাম পাচারকাল নয়াবাজারস্থ চেকপোস্টে ৩০লিটার সমপরিমান ১২০ বোতল মদ আটক করেছে পুলিশ।
১৬ আগস্ট রাত সোয়া ১০টায় সিএনজি যোগে ১২০ বোতলে ৩০ লিটার বাংলা মদ নিয়ে চট্টগ্রাম পাড়ি জমাচ্ছিল মো. ফারুক হোসেন (২৯) নামক এক মাদক ব্যবসায়ী। সে উপজেলার গাড়ীটানা এলাকার আবুল কাশেম এর ছেলে। উপজেলার শেষ সীমান্ত ফটিকছড়ির নয়াবাজারস্থ ফরেন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি সিএনজির গতিরোধ করে তা আটক করেন।
এ বিষয়ে ১৭ আগস্ট মানিকছড়ি থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামী মো. ফারুক হোসেন(২৯)কে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং ৫ তারিখ, ১৭. ৮.২১ খ্রি. থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।