• September 14, 2024

মানিকছড়িতে ৩১ লিটার মদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

আলমগীর হোসেন: মানিকছড়ির সীমান্তবর্তী নয়াবাজার আর্মি ক্যাম্পের নিয়মিত নজরদারিও তল্লাশি চলাকালে খাগড়াছড়ি হতে চট্রগ্রাম গামী যাত্রীবাহী বাস নং-চট্টমেট্রো-জ-০৪০০৭৩ তল্লামি চলাকালে   নয়ন  দে(২৫), পিতা-দিপক  দে ,সাং-পুরাতন রামগন্জ, থানাঃ ভূজপুর, জেলাঃচট্রগ্রাম কে আটক করা হয়। তার কাছে ১৬ টি বোতলে ৩১ লিটার মদ উদ্ধার করা হয়।

পরে মানিকছড়ি থানার এস আই রিটন কান্তি রায় পুলিশ ফোর্স নিয়ে মদসহ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বেপারে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান মানিকছড়ি থানার এস আই রিটন কান্তি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post