• October 14, 2024

মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদ জব্দ, ৩ পাচারকারী আটক

 মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদ জব্দ, ৩ পাচারকারী আটক
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ ৩ পাচারকারী আটক হয়েছে।
মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের খবরে উপজেলার গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার, মহিলা পুলিশ ও ফোর্সসহ থানার জিডি নং-৮৮৯ মূলে বিশেষ অভিযানে মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩) ও শিশু চন্দ্র চৌধুরী (৪৭)কে ৪০ লিটার চোলাইমদসহ আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post