মানিকছড়ির ইজারাকৃত বালু মহাল বিলুপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন
আবদুল মান্নান: মানিকছড়ি উপজেলায় সরকারী ইজারী প্রাপ্ত পাঁচটি বালু মহালের চারটি আগামী ১৪২৭ বাংলা সনে আর ইজারা দেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলায় ১৪২৬ বাংলা সনে ৫টি বাল ুমহাল ইজারা দেওয়া হলেও আগামী ১৪২৭ বাংলা সনে ৪টি মহালের ইজারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসক। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্মারক নং ০৫.৪২.০০০০.০২১.১২.০০৩.১৮-৬৩, তারিখ ১৬ জানুয়ারীর স্মারকে অনুমোদনক্রমে‘ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৯(৫) ধারা মোতাবেক উক্ত বালু মহালের ইজারা বাতিল ঘোষণা করা হয়েছে।
বিলুপ্ত ঘোষিত বালুমহাল ১. যোগ্যাছোলা বাজার দক্ষিণাংশ-১ বালুমহাল,২. যোগ্যাছোলা বাজার দক্ষিণাংশ-১২ বালুমহাল,৩. যোগ্যাছোলা বাজার উত্তর ও পূর্বাংশ(পাক্কাটিলা) বালুমহাল,৪. উত্তর তিনটহরী বালুমহাল। এসব বালুমহাল ১৪২৬ বঙ্গাব্দের পর আর ইজারা দেয়া হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।