মানিকছড়ির কালাপানি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সমাবেশ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির কালাপানি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. গোলাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সুপার মো. আমানত খানের পরিচালনায় অনুষ্টিত অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচঅলনা কমিটির সভাপতি ডা. মো. রমজান আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. আমিন মোল্লা, আল-আমিন সংঘের সভাপতি মো. ইমান হোসেন, মাওলানা এমরান হোসেন ও দাতা সদস্য মো. মফিজুল ইসলাম প্রমূখ।
সভায় অতিথিরা ‘মা’দের উদ্দেশ্যে বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রথমে পরিবার থেকে নৈতিক শিক্ষা দিতে হবে। প্রতিষ্ঠানে অধ্যয়নকালে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে বন্ধুত্বসূলভ সর্ম্পকের মধ্য দিয়ে সন্তানকে সু-শিক্ষাঅর্জনে সবাইকে সচেতন হতে হবে। তবেই আপনার,আমার সন্তান সু-নাগরিক হবে। আজকের ডিজিটাল যুগে সন্তানদের মাঝে নৈতিকতার অভাব বেড়েই চলেছে। তাই সন্তানকে স্কুল-মাদ্রাসায় পাঠিয়ে পড়ালেখার পাশাপাশি সন্তানের মাঝে মানবপ্রেম, দেশপ্রেম, মানবতাসৃষ্টির লক্ষ্যে সচেতন হওয়ার বিকল্প নেই। সন্তানরা যাতে কোরআন, হাদিসের অপ-ব্যাখ্যার শিকার না হয় সেদিকে শিক্ষককের পাশাপাশি অভিভাবককেও খেয়াল রাখতে হবে।