মানিকছড়ির প্রবীণ ব্যক্তিত্ব আবদুর রহমান আর নেই

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব পল্লী চিকিৎসক আবদুর রহমান (৯৫) গত ৫ জুন মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃতুবরণ করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মঙ্গলবার রাত ১০টায় রহমান নগরস্থ কবরস্থান সংলগ্ন মাঠে হাজারো জনতার উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়েছে। মৃত্যুকালে মরহুম আবদুর রহমান ৮ ছেলে ৪ মেয়ে নাতি,নাতনিসহ বহু আত্মীয়-স্বজন,গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজায় হাজারো মানুষের পাশাপাশি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, বিএনপি সভাপতি এম.এ. করিম, সাধারণ সম্পাদক মো. এনামুল হকসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী,পল্লী চিকিৎসকসহ সাধারণ লোকজন অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায় সকলে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post