• March 15, 2025

মানিকছড়ির বাটনাতলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

 মানিকছড়ির বাটনাতলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বাটনাতলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বাটনাতলী এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী (ছোলা, মুড়ি, খেজুর, ডাল, পেয়াজ, চিনি ও সেমাই) বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাটনাতলী বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। পরে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সাবেক সভাপতি মো. নুরুল হুদা খানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুুল হামিদ, ইউপি সদস্য মো. আবুল কালাম, প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, আমান উল্লাহ, মো. জামাল উদ্দিন ও মো. নাজিম উদ্দিন প্রমুখ।
বাটনাতলী যুব কল্যাণ পরিষদ সর্বদা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে সাধ্যমত উপহারসরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post