মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ ছাত্র,শিক্ষক,অভিভাবক,জনপ্রতিনিধি ও সূধীজনদের নিয়ে ৫ জুন স্কুল হল রুমে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এম.ই. আজাদ চৌধুরী বাবুল, যুবলীগ নেতা মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শাহআলম, প্রবীণ শিক্ষক মো. আবুল কাশেম ভূইঁয়াসহ ছাত্র-শিক্ষক,অভিভাবক,জনপ্রতিনিধি ও সূধীজনরা ইফতার মাহফিলে অংশ্রগহণ করেন।