স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি ‘করোনা ভাইরাস’এর প্রাদুর্ভাবে কর্মহীন ও গৃহবন্দি মানুষজনের দুর্ভোগে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মানিকছড়িতে আত্মপ্রকাশ করে
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি ‘করোনা ভাইরাস’এর প্রাদুর্ভাবে কর্মহীন ও গৃহবন্দি মানুষজনের দুর্ভোগে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মানিকছড়িতে আত্মপ্রকাশ করেছে ‘প্রেরণা’ নামক একটি মানবিক সংগঠন। আর এই সংগঠনের ‘শুভেচ্ছাদূত ’মনোনিত করা হয়েছে উপজেলা প্রেস ক্লাব, শিল্পকলা একাডেমি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক, ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘একতা যুব সংঘের’ উপদেস্টা এবং অভিজ্ঞ সংগঠক আবদুল মান্নান’কে।
মার্চ-২০২০ মাসের শেষ নাগাদ বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতি‘করোনা ভাইরাস বাংলাদেশে আধিপত্য বিস্তার করে। অল্প সময়ে বিশ্বকে কাঁপিয়ে বিশ্বের ক্ষমতাধর শক্তিকে পরাস্ত করে এই মহামারি প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’এখন বাংলাদেশকেও তছনছ করে দিচ্ছে। ফলে দেশব্যাপি সরকার ঘোষিত লকডাউনে মানুষজন গৃহবন্দি। ফলে কম-বেশি সকলেই কর্মহীন। এতে করে সমাজের অতি নিন্ম, নিন্ম, মধ্যবিত্ত পরিবারে চলছে খাদ্যসংকট। সরকারী ত্রাণ বঞ্চিত জনদুর্ভোগ অনুধাবণ করে মানিকছড়িতে অসংখ্য মানবসেবী সংগঠন মাঠে নেমেছে।
এদের মধ্যে অন্যতম ‘প্রেরণা’ নামক সংগঠনটি আত্মপ্রকাশের শুরুতেই মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন। এই সংগঠনের প্রধান নির্বাহী এবং উদ্যোক্তা মো. ইমরান হোসেন ইমন তার এক বার্তায় জানিয়েছেন সংগঠনের‘ শুভেচ্ছাদূত’ হিসেবে মনোননিত করা হয়েছে উপজেলার অভিজ্ঞ সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব উপজেলা প্রেস ক্লাব, শিল্পকলা একাডেমি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক, ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘একতা যুব সংঘের’ উপদেস্টা আবদুল মান্নান’কে। প্রেরণা’র উদ্যোক্তা মো. ইমরান হোসেন ইমন তার অনুভূতিতে বলেন, বৈশ্বিক মহামারি‘করোনা ভাইরাসে গৃহবন্দি ও কর্মহীন মানুষজনের মাঝে খাদ্যসংকটসহ নানা দুর্ভোগ চলছে।
এ অবস্থা মানবতাসেবার ব্রত নিয়ে নিজের খেলাধুলায় অর্জিত ক্রেস্ট নিলামে তুলে প্রাপ্ত অর্থ মানবকল্যাণে ব্যয় করেছি। এই মহৎ কাজ করতে গিয়ে মানুষের দুর্ভোগ,কষ্ট প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। এই মানবসেবা মূলক সংঠনটিকে আরো সেবামূলক কাজে লাগানোর ইচ্ছা আছে। সমাজের বিত্তমান ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি। মানবসেবায় নিজেকে আত্মনিয়োগ করা দৃঢ় প্রত্যয়ে সমাজের অভিজ্ঞ সংগঠকদের নিয়ে কাজ করতে চাই।