মানিকছড়ির মুক্তিযোদ্ধা আবদুল মান্নান কবি আর নেই

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল মান্নান কবি (৮৭) মারা গেছেন। (ইন্নালিলাøহে-- রাজিউন)। আবদুল মান্নান কবি(৮৭) বার্ধক্যজনিত রোগে

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বাংলা নববর্ষ পালিত
মহালছড়ির মুবাছড়িতে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের সংবর্ধনা 
ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- কংজরী চৌধুরী

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল মান্নান কবি (৮৭) মারা গেছেন। (ইন্নালিলাøহে– রাজিউন)। আবদুল মান্নান কবি(৮৭) বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৯ মার্চ  দুপুর ২টায়  চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার,সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এদিকে রাতেই উপজেলার গচ্ছাবিলস্থ নিজ বাড়ীর পার্শ্বে মানিকছড়ি দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি মৃত্যুকালে ৫ ছেলে,স্ত্রী, নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধকালে তিনি রংপুরে যুদ্ধ করেছেন।