মানিকছড়িতে ২ চাঁদাবাজ আটক

স্টাপ রির্পোটার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী,বড়বিল, ডাইনছড়ি, এলাকায় প্রতিদিন চাঁদের গাড়ী, মোটরসাইকেল যাত্রীদের  হয়রানী ও  ধরে নিয়ে চাঁদা

খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাটির টপ’সয়েল কাটার দায়ে গুইমারায় স্ক্যাভেটর ও ট্রাক জব্দ: আটক ২, জরিমানা
নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

স্টাপ রির্পোটার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী,বড়বিল, ডাইনছড়ি, এলাকায় প্রতিদিন চাঁদের গাড়ী, মোটরসাইকেল যাত্রীদের  হয়রানী ও  ধরে নিয়ে চাঁদা আদায় করার ঘটনা ঘটছে এমন অভিযোগ আসলে গোপন সংবাদ ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বাটনাতলী সেনাক্যাম্প সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করে।

বিভিন্ন সময় চাঁদের গাড়ী থেকে টাকা চাঁদা আদায় ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার কথা স্বীকার করেন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে। আটককৃতরা হলো  সুমন মারমা(২৭) পিতা লাব্রে মারমা, সাং বড়বিল এবং বাধন শীল (৪৩) পিতা মন্টু কুমার শীল, সাং পান্নাবিল।

জানা যায়, আটকের পর ২ বাঁদাবাজকে মানিকছড়ি থানা পুলিশ হেফাজতে দেন। মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ বলেন আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।  এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে  মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।