মানিকছড়ি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
মো. আকতার হোসেন: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি উদ্রাসাই মার্মা কার্বারী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন পেতে অনেকই আগ্রহ প্রকাশ করেন।
দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বুধবার সকালে দলীয় অফিসে বৈঠক করেন আওয়ামীলীগ। বেঠক শেষে সকলের মতামত ভিত্তিতে উল্লেখিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয় বলে দলের একাধিক সূত্র জানায়।