• July 27, 2024

মানিকছড়ি ঐতিহ্যবাহী তিনটহরী বাজারে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

 মানিকছড়ি ঐতিহ্যবাহী তিনটহরী বাজারে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) এর শুভ উদ্বোধন করা হয়।

৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মানিকছড়ির তিনটহরী বাজার সংলগ্ন এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাঈন উদ্দিন, ইউএনডিপির জেলার সমন্বয়ক অংক্যচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসিনুর রহমান, তিনটহরী ইউ.পি. চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক সহায়ক এম. জুলফিকার আলী ভুট্টো।

এসময় উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যচিং মারমা কৃষি পন্য সংগ্রহ কেন্দ্রের প্রয়োজনীয়তা, কৃষকদের সুবিধা ভোগ এবং সর্বোপরি বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা পূরণে এরূপ কালেকশন পয়েন্টের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন “এটি (কালেকশন পয়েন্ট) মানিকছড়ির কৃষকদের জন্য একটি আশীর্বাদ। কারণ কৃষকদের কষ্টের ফসল বাজারে বিক্রি করতে এনেও বিভিন্ন সমস্যা পোহাতে হয়। আশাকরি এবার কিছুটা হলেও তা লাগব হবে।” তিনি কালেকশন পয়েন্টের পরিচালনা কমিটিকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছে।

মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের নবনির্মিত কালেকশন পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্লাচিংমং মারমা, রিপোর্টিং ও মনিটরিং সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, কৃষক সহায়ক মো. ফোরকান আলী, বাদল চন্দ্র নাথ, নাজমা বেগম, ক্ষুদ্র ও মাঝারি কৃষক-কৃষানীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post