• December 11, 2024

মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে বিএনপির ৩ নেতা আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকে আটক করেছে বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে গাড়িটানা নিজ বাসা থেকে মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউনুছ কোম্পানী (৪৮) কে আটক করে পুলিশ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুর রশিদ, ইউনুসকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বড়ডলু এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী অফিস পুড়ার মামলায় বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীছড়ি থানা পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়ূরখীল ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রেজাউল করিম ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: সামশুল ইসলাম সওদাগরকে আটক করে। শুক্রবার বেলা ২টার দিকে আটকৃতদেও খাগড়াছড়ি আদালতে প্রেরণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post