মানিকছড়ি কাসেমুল উলুম মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল
আবদুল মান্নান: মানিকছড়ি সদরস্থ আকাশপুরী হাজি মঞ্জিলে‘ মানিকছড়ি কাসেমুল উলুম মাদরাসায় শিক্ষার্থীদের হেফ্জ,কোরআন খতম সম্পন্ন অনুষ্ঠানে নতুন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
৭ অক্টোবর বাদ এশা’র নামাজ শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান‘ মানিকছড়ি কাসেমুল উলুম মাদরাসা’র পরিচালক হাফেজ মাওলানা মো. আবুল বাশার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো. সামায়উন ফরাজী সামু, মহিলা মাদ্রাসার পরিচালক হাজী মাও. দিদারুল আলম, ববণ মালিক ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব ডা. মো. এমদাদুল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. সফিকুল ইসলামসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, ইমাম ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য যে উপজেলায় এ প্রথম আবাসিক পরিবেশে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মাত্র ৩ মাসের মধ্যে এখান থেকে ১জন কোরআনে হাফেজ,৭জন কোরআনখতম এবং ২জন আমপারা সম্পন্ন করায় ৭ অক্টোবর এ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়।