• July 27, 2024

মানিকছড়িতে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানিকছড়ি প্রতিনিধি: দীর্ঘ দিন পর মানিকছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রসমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মানিকছড়িতে বিএনপি’র ন্যায় ছাত্রদলের অনেক দিন ধরেই পদ-পদবি নিয়ে গ্রুপিং চলছে। ফলে দলের ত্যাগি নেতাদের মধ্য থেকে অনেককে যুবদল ও স্বেচ্ছাসেবক দলে পদায়ণের মধ্য দিয়ে গ্রুপিং কিছুটা কমিয়ে আনা হয়েছে।

১ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকছড়ি ছাত্রদলের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলীর সঞ্চলনায় এবং ছাত্রদল সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত ছাত্রসমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. এনামুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ মো. মহিউদ্দীন কিশোর।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আবুল কাশেম মাস্টার,মো. এনামুল হক মেম্বার, মো. আবদুল আউয়াল, যুগ্ন সম্পাদক মো. আবুল কাশেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো.মুজিবুল হক বাহার,সহ-সাংগঠনিক মো. বেলাল হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজাতী বিষয়ক সম্পাদক আপ্রুসি মারমা, উপজেলা যুবদল সভাপতি মো. জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদ মো. মীর হোসেন, যুগ্ন সম্পাদক মো. সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলী নূর, যুগ্ন সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী সালমা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলী আল-ফরিদী প্রমূখ।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post