মানিকছড়ি দারুছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলা সদরের দারুছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত দু’শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতনতা সৃষ্টিতে মত বিনিময় করেছেন অফিসার ইনচার্জ আমির হোসেন।
২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অফিসার ইনচার্জ আমির হোসেন মানিকছড়ি দারুছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরির্দশনে আসেন।
এ সময় সিনিয়র শিক্ষক মাওলানা নূর মোহাম্মদসহ শিক্ষকরা তাকে স্বাগত জানান। পরে অফিসার ইনচার্জ মাদরাসায় অধ্যয়ণরত দু’শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে পৃথক পৃথকভাবে ‘বৈশ্বিক মহামারী করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে মাস্ক উপহার দেন।