• January 24, 2025

মানিকছড়ি দারুল ইহ্সান মাদ্রাসায় আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল

 মানিকছড়ি দারুল ইহ্সান মাদ্রাসায় আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ির উপজেলা সদরের গুচ্ছগ্রামে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদ্রাসার এতিমখানা ভবন স্থাপন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল, নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা অডিটরিয়ামে হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় ও মানিকছড়ি দারুল ইহ্সান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি (সদর) ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন। অতিথিদের বক্তব্য শেষে মাদরাসার উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে নির্মাণাধীন এতিমখানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আসাদুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন, হাফেজ হামিদ উল্লাহ নোমান, মাওঃ শামসুল হক, মাওঃ নুর মুহাম্মদ, হাফেজ ওমর ফারুক, জহির উদ্দিন বিন সুরুজ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post