মানিকছড়ি প্রেস ক্লাবের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার: মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত,পাহাড়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল মান্নানের মা জাবেদা খাতুন (৯৩)এর মৃত্যুতে সাংবাদিক ও বিভিণ্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এ শোক বার্তায় সাংবাদিক আব্দুল মান্নানের মায়ের মৃত্যুতে খাগড়াছড়ি প্রেস ক্লাব, পাহাড়ের আলো পরিবার, মানিকছড়ি প্রেস ক্লাব, জেলা সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের জন প্রতিনিধি শোক জানিয়ে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনাসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।
রবিবার রাত ৩,৪৫ মিনিট নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রোববার বা জোহর একসত্যা পাড়া জামে মসজিদ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উক্ত সমাজের কবরস্থানে দাফন করা হয়ে।