মানিকছড়ি বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি
মিন্টু মারমা: খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পরেছে জনসাধারণের। ঘূর্ণিঝড় ফনি‘র প্রভাবে মানিকছড়ি উপজেলাতেও প্রচুর ধমকা হাওয়া ও ঝড়বৃষ্টি হয়েছে।
আজ শনিবার মানিকছড়ির হাট বাজারের দিন, সকাল থেকে বাজারে আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতারা বেলা বাড়ার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টিসহ ধমকা হাওয়া বইতে শুরু করে ফলে বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারে জলাবদ্ধ সৃষ্টি হয়ে যায়। সজিব মেডিকেল হল ও হরমোজ মেকার দোকানের সামনে এমনটা চিত্র দেখাযায়। মানিকছড়ি বাজারে ব্যবসায় হাবিবুর রহমান বলেন, বর্ষা শুরু হতে না হতে এমন ভোগান্তিতে পরতে হবে আসন্ন বর্ষায় কি করবে ক্রেতা-বিক্রেতা জনসাধারণেরা।
তাই উর্ধতন কর্তৃকপক্ষের জোর দাবী মানিকছড়ি বাজারের পয়নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা অতি জরুরী বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা।