মানিকছড়ি বাজার সিসি ক্যামেরার আওতায় আনতে সেনাবাহিনীর অনুদান
স্টাফ রিপোটার ঃ- মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রাজবাজারকে সিসি টিভি’র আওতায় আনতে সেনাবাহিনীর উদ্যোগে ঐক্যমত হয়েছে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। এর ফলে সিন্দুকছড়ি জোন কমান্ডার এর পক্ষে থেকে এ প্রকল্পে প্রথম অনুদানের চেক হস্তান্তর করেন সেনাবাহিনী।
২১ এপ্রিল রবিবার সাড়ে ১১টার সময় মানিকছড়ি ১নং ইউনিয়ন পরিষদ হল রুমে ব্যবসায়ীদের হাতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি’র প্রতিনিধি মেজর তৌহিদ সালাহউদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন,উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, জোন প্রতিনিধি লেফ্টেনেন্ট ফাহিম, সাব জোন কমান্ডার লেফ্টেনেন্ট মোহাইমিনুল আকিব ক্রান্ত, ব্যবসায়ী সমিতির সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, ব্যবসায়ী তুষার পাল, ডা.অমর কান্তি দত্ত, ইউপি সদস্য মো. কামাল হোসেন, মো.সফিকুল ইসলাম প্রমূখ। ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক এর সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় স্বাগত বক্তব্যে রুপেন পাল বলেন, উপজেলা ঐতিহ্যবাহী রাজবাজারকে সিসি টিভি’র আওতায় আনার প্রথম পরামর্শ দিয়েছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। তাঁর পরামর্শ অনুযায়ী এবং ওনার প্রথম অনুদানের চেক প্রদানের মধ্য দিয়ে এ প্রকল্প বাস্তবায়নে রুপ নিচ্ছে। গড়ে ৩ কিলোমিটার এ বাজাওে প্রথমে ৩০টি সিসি টিভি বসিয়ে ক্যামেরার মনিটরিং এ আনা হবে। আর প্রকল্পে ব্যয় হবে প্রায় সাড়ে ৬লক্ষ টাকা। এ অর্থ সেনাবাহিনী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা সরবরাহ করবে। সেনাবাহিনীর এ প্রশংসনীয় উদ্যোগের ফলে অল্প সময়ে প্রকল্পটি আলোর মূখ দেখল। এ জন্য তিনি ব্যবসায়ীদের পক্ষে সেনাবাহিনীকে াভিনন্দন জানান। পরে জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দীন বলেন, এ অঞ্চলের সকল শ্রেণির মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস,ব্যবসা-বাণিজ্য করতে পারে সেদিকে সেনাবাহিনী নজর রাখছে। ফলে এ ঐতিহ্যবাহী বাজারটিকে আধুনিক সুযোগ-সুবিধায় এনে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রশাসন এগিয়ে এসেছে ।