Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে বির্তক, রচনা ও সংগীতানুষ্ঠান

মানিকছড়ি প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন তৃণমূলে নতুন প্রজন্মদের মাঝে ‘সততা, ন্যায়পরায়নতা, নৈতিকতা, দেশপ্রেম জাগ্রতকরাসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তব

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহালছড়ির চেঙ্গী নদীতে কল্প জাহাজ ভাসানো উৎসব
মানিকছড়িতে পূবালী ব্যাংক’র ১০২ তম শাখার উদ্বোধন
দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

মানিকছড়ি প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন তৃণমূলে নতুন প্রজন্মদের মাঝে ‘সততা, ন্যায়পরায়নতা, নৈতিকতা, দেশপ্রেম জাগ্রতকরাসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়নে নানামূখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল-মাদ্রাসায় চলছে বির্তক,রচনা ও সাংস্কৃতিক/ কেরাত/হাম-নাত প্রতিযোগিতা-১৯।

২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলার মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সততা সংঘের ছাত্র/ছাত্রীদের নিয়ে অনুষ্টিত হয় বির্তক,রচনা ও সংগীতানুষ্ঠান। প্রধান শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান।

প্রধান শিক্ষক বিপ্লব চক্রবর্তী এ সময় বলেন, দুদক স্কুল-মাদ্রাসায় গঠিত‘সততা’ সংঘের কার্যক্রম বাড়াতে যে উদ্যোগ(বিতর্ক,রচনা ও সংগীত অনুষ্টান) গ্রহণ করেছে তা প্রশংসার দাবী রাখে। কারণ আজকের প্রজন্মদের মাঝে ন্যায়-নীতি ও আদর্শবান নাগরিক গড়ে তুলতে এবং আদর্শ,সৎ,যোগ্য, দেশপ্রেমিক ও ধার্মিক লোক সৃষ্টিতে ‘সততা সংঘ’ প্রতিষ্ঠা করেছে দুদক। প্রতিটি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও কলেজে ‘সততা সংঘ’ সততা স্টোর চালু হচ্ছে। এধারা অব্যাহত থাকলে অচিরেই দেশে সৎ ও আদর্শবান নাগরিক গড়ে উঠবে।

পরে দুপ্রক সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি দমনের পাশাপাশি সমাজের তৃণমূলে নতুন প্রজন্মদের পাশশাপাশি দেশপ্রেমিক সকল নাগরিকদের মাঝে দেশপ্রেম, সততা, ন্যায়পরায়নতা ,নৈতিকতা তথা আদর্শবান নাগরিক তৈরির লক্ষ্যে মাধ্যমিক স্কুল-মাদ্রাসায়‘সততা সংঘ’ ও সততা স্টোর চালু করেছে। আর এসব শিক্ষার্থীরে নিয়ে এ প্রথম উপজেলা পর্যায়ে চালু হয়েছে বির্তক,রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ধারা অব্যাহত থাকলে প্রজন্মের শিশু-কিশোররা জীবনের শুরুতেই সৎ,আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। পরে বির্তক,রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।