বিশেষ প্রতিবেদক: মিথ্যা ঘোষণা দিয়ে ২২ লাখ ৪১ হাজার ১১৮ টাকার সম্পদ অর্জনের বিষয় গোপনের পাশাপাশি আরো ৪১ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম
বিশেষ প্রতিবেদক: মিথ্যা ঘোষণা দিয়ে ২২ লাখ ৪১ হাজার ১১৮ টাকার সম্পদ অর্জনের বিষয় গোপনের পাশাপাশি আরো ৪১ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবদুল গফুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেছেন সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর। ঘটনার সময় আবদুল গফুর রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিল। আবদুল গফুর রাঙামাটি পার্বত্য জেলার তবলছড়ির উমদা মিয়া হিলের আবদুল হাকিমের ছেলে।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর দৈনিক আজাদীকে বলেন, ‘রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার আবদুল গফুরের বিরুদ্ধে ২০১৭ সালে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ পাওয়া যায়। প্রধান কার্যালয়ের অনুমতি পেয়ে অভিযোগটি অনুসন্ধান পর্যায়ে আবদুল গফুর তার নিজের সম্পদ বিবরণী জমা দেয়। পরবর্তীতে ওই সম্পদ বিবরণী অনুসন্ধান করে আমরা নিশ্চিত হই তিনি ২২ লাখ ৪১ হাজার ১১৮ টাকার সম্পদ গোপন করেছেন। পাশাপাশি আরো ৪১ লাখ ৮৩ হাজার ৩৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে গত ২০ আগস্ট আবদুল গফুরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।-সূত্র: দৈনিক আজাদী