• February 19, 2025

মানিকছড়ি মহামুনিতে আগুনে পুড়েছে ৭টি দোকান, ক্ষতি অর্ধ কোটি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি মহামুনি এলাকায় মুদি দোকান, তেলের দোকানসহ ৭টি দোকান পুড়ে গেছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাত ১২টার কিছু পর এ আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা জানান। ক্ষতিস্থ্য দোকান মালিকরা হলেন, মো. ছিদ্দিক, মো: আজম, কাঞ্চন, মো. দেলোয়ার, মো. আলমগীর হোসেন, মো: ইলিয়াছ ও শাহ আলম।

প্রত্যক্ষদর্শিরা জানান, আগুনে টিনের চালে থাকা শুকনো পাতা থেকে দ্রত আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে আসে এবং লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে সেনাবাহিনী ও মানিকছড়ি থানা পুলিশ। আগুন নেভাতে যোগ দেয় স্থানীয়রাও। সকলের প্রচেষ্টায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারনা করা হলেও ক্ষতির পরিমাণ আরো বেশি হবে বলে দোকান মালিকরা জানান।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মো. ছলিম উল্লাহ চৌধুরী পাহাড়ের আলোকে জানান, ৬টি দোকানের মধ্যে ২টি ছিল জ্বালানি তেলের, পাশাপাশি গ্যাস সিলিন্ডারসহ কীটনাশকের দোকান। গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তৈল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রন করা কঠিন হয়ে পরে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনের তীব্রতা দেখে এক পর্যায়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে দুটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, দোকান মালিকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। কোনো দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। আমি বেশ কয়েকবার বলেছি, এ কাজটি করার জন্য এছাড়াও তেলের দোকানে বিদ্যুৎ সংযোগ থাকাও বিপদজনক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post