• June 20, 2024

মানিকছড়ি যোগ্যাছোলা চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ কাল

আবদুল মান্নান, মানিকছড়ি: মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদে সম্প্রতি  অনুষ্টিত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা ৩ সেপ্টেম্বর শপথ নেবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশের পর ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়,খাগড়াছড়িতে চেয়ারম্যানকে এবং সকাল ১১টায় উপজেলা নির্বহী অফিসার কার্যালয়ে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্টিত হবে। জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।

যোগ্যাছোলা ইউপি নর্বিাচনে আওয়ামীলীগ র্প্রাথী ক্যয়জরী মহাজন (নৌকা) চয়োরম্যান  এবং ইউপি সদস্য হসিবেে ১নং ওর্য়াডে সুমন কান্তি চাকমা (ফুটবল) ২৪১ ভোট, ২নং ওর্য়াডে মো. নুরুল ইসলাম (টউিবওয়লে) ২৫২ ভোট, ৩নং ওর্য়াডে মো. আবদুল হামদি (তালা) ১৭৬ ভোট, ৪নং ওর্য়াডে মো. আ: মতনি ময়িা (বদ্যৈুতকি পাখা) ১৪৮ ভােট, ৫নং ওর্য়াডে মো. শাহালম ময়িা (মোরগ) ২৯৭ ভোট, ৭নং ওর্য়াডে মো. ইদ্রসি ময়িা (ফুটবল) ৭৬৫ ভোট পয়েে নর্বিাচতি হন। এছাড়াও ৬নংওর্য়াডে মো. তয়ৈব আলী, ৮নং ওর্য়াডে মো. আবদুল মতনি, ৯নং ওর্য়াডে মো. জয়নাল আবদেীন বনিা প্রতদ্বিন্ধতিায় নর্বিাচতি হয়ছেনে। সংরক্ষতি মহলিা সদস্য হসিবেে ১,২ ও ৩নং ওর্য়াডে ম্রাসাইন্দা মারমা   ও ৬নং ওর্য়াডে মোসা: শাহনিা আক্তার,  ৭,৮ ও ৯নং ওর্য়াডে বুদু লক্ষী ত্রপিুরা   নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালে উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে নির্বাচনের তফশীল ঘোষণা হলেও সীমানা বিরোধ সংক্রান্ত জনৈক ব্যক্তির মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে প্রচারণার শেষ মূর্হুত্বে এসে উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। দীর্ঘ সময় পর মামলা নিস্পত্তি হওয়ায় গত ১০জুন নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। গত ২৪৫ জুলাই নির্বাচন অনুষ্টিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post