মানিকছড়ি হিসাব রক্ষণ কর্মকর্তা কর্মস্থলে না থাকায় ভোগান্তি চরমে, বিল উত্তোলনে উৎকোচ গ্রহণের অভিযোগ
আবদুল মান্নান: তৃণমূলে সরকারী অফিস-আদালতে জনসেবায় উপজেলা হিসাব রক্ষণ অফিস জনগুরুত্বপূর্ণ দপ্তর। মাসের বেশির ভাগ সময়ই ব্যতি-ব্যস্ত থাকতে হয় ওই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের। সরকারী কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা, পেনশন, উৎসবভাতাসহ সরকারী সকল উন্নয়ন কর্মকান্ডের বিল উত্তোলনে হিসাব রক্ষণ অফিসে জনসমাগম নিত্যচিত্র। মানিকছড়ি উপজেলা হিসাব রক্ষণ অফিসে ঘুষ বাণিজ্যের খবর নতুন কিছু নয়! তবে নতুন হলো এখানকার কর্মকর্তা ক্ষমতার দাপট! তিনি কোন প্রকার ছুঁটি-ছাটা ছাড়াই টানা গত দু’মাস অফিসে না এসে শহরে লকডাউনে থেকে দিব্যি রাজকীয় হালে অফিস থেকে ফাইল শহরে নিয়ে সই-স্বাক্ষর করছেন। সরকারী চাকুরীর বিধিনিষেধ,ভয়ভীতির তোয়াক্কা না করেই জনদূর্ভোগ বাড়িয়ে হাল-হকিকতে চাকুরী করছেন কর্মকর্তা মো. জসিম উদ্দীন।
জনপ্রশাসনের জনগুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে উপজেলা হিসাব রক্ষণ অফিস একটি দপ্তর। এই অফিসে সরকারী সকল সুযোগ-সুবিধা প্রাপ্তদের আসা-যাওয়া বাধ্যতামূলক। চাকুরীর শুরু থেকে শেষ এবং অবসর কালীণ সময়েও হিসাব রক্ষণ অফিসে লেফরাইট করতে হয় সরকারী চাকুরীজীবিদের। এর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত ঠিকাদারদের কাজের বিল উত্তোলনে, সরকারী কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা, পেনশন সুবিধা, উৎসবভাতা,টাইম স্কেল,শান্তিবিনোদন বিল পেতে হিসাব রক্ষণ অফিসের দ্বারস্থ হওয়ার বিকল্প নেই। এই সুযোগে মানিকছড়ি হিসাব রক্ষণ অফিসটি দীর্ঘদিন ধরে নিরব ঘুষ বাণিজ্যে খ্যাতি অর্জণ করেছে! গত ২৬ মার্চ থেকে সরকার দেশব্যাপি বৈশ্বিক মহামারি‘করোনা’র প্রতিরোধে লকডাউন ঘোষণা করলেও সরকারী অফিসে কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করেন।
যার ফলে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা কম-বেশি কর্মস্থলে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের সরকারী কাজে সহায়তা অব্যাহত রাখলেও একমাত্র ব্যতিক্রম এখানকার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দীন আজ পর্যন্ত(২৮মে) একদিনও তিনি অফিসে আসেনি! লকডাউনের অজুহাতে চট্টগ্রাম শহরে বাসায় অবস্থান নিশ্চিত করে অফিস সহকারীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে প্রাইভেটকার যোগে ফাইলপত্র আনা-নেওয়া করিয়ে বিভিন্ন বিলে সই-স্বাক্ষর করছেন ওই দাপটি কর্মকর্তা মো. জসিম উদ্দীন!
শান্তিবিনোদন বিলে উপজেলার প্রায় অর্ধশত প্রাাথমিক শিক্ষক এবার জনপ্রতি ৩শ টাকা হারে উৎকোচ দিয়ে বিল অনুমোদন করিয়ে আনতে হয়েছে। এছাড়া সরকারী উন্নয়ন কাজে সংশ্লিষ্ট ঠিকাদাররা বিল উত্তোলন করতে গিয়ে নির্ধারিত কমিশনের পাশাপাশি ফাইলপত্র শহওের আনা-নেওয়ায় গুনতে হয়েছে প্রাইভেটকার ভাড়া! গত ২ মাসে অন্তত ১৫বার প্রাইভেট কার শহরে পাঠিয়ে বিলে হিসাব রক্ষণ কর্মকর্তার সই-স্বাক্ষর নিতে হয়েছে উপজেলা ৫/৭ জন ঠিকাদারের। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকার মো. রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের জনগুরুত্বপূর্ণ হিসাব রক্ষণ অফিসে এভাবে জনদূর্ভোগ পোহাতে হলে সরকারের জনসেবা প্রশ্নবৃদ্ধ হয়ে উঠে! প্রতিনিয়ত কাজের বিল অনুমোদন করতে শহরে গাড়ী পাঠিয়ে দান-দক্ষিণা(কমিশন) দিয়ে বিল উত্তোলন করা সবার পক্ষে সম্ভব হয়ে উঠেনা।
প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক এ প্রতিনিধি’কে বলেন,আমরা দুর্নীতির বেড়াজাল থেকে বেরুতে পারলাম না। পদে পদে একাউন্স অফিসে হয়রানী মাত্র ছাড়িয়ে যাচ্ছে! উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম এ প্রসঙ্গে বলেন, হিসাব রক্ষণ অফিস দুর্নীতির আখড়া! সরকারী চাকুরীজীবি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ঠিকাদার কেউই এখান থেকে দফা-রফা ছাড়া বিল উত্তোলনে নজির নেই। সমস্যা হলো ভুক্তভোগীরা অভিযোগ করেন না। আমি অনেক সময় সেকায়েব শিক্ষকদের বিল উত্তোলনে ঘুষ চাওয়ায় মোবাইলে কর্মকর্তার সাথে রাগান্বিত হয়ে অনেক শিক্ষক’কে বিপদ থেকে বাঁচিয়েছি।
এ প্রসঙ্গে হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দীনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অপকটে বলেন, আমি শহরে লকডাউনে আছি। এছাড়া আমি জটিল রোগে ভুগছি, বিষয়টি আমার উর্ধ্বতনরা অবগত। তাহলে ছুঁটি নিচ্ছেন না কেন এমন প্রশ্নের উত্তরে তিন বলেন, ছুঁটি নিলে আয়-রোজগার(টাকা-পয়সা) পাবো কই,চলবো কিভাবে!
লকডাউনে জনগুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা, কর্মস্থলে না থাকা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন,‘করোনা’র লকডাউনে সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে সরকার। আমি এ বিষয়ে সকল অফিসারদেরকে সর্তক করেছি। কেউ কর্মস্থলে না থাকার কারণে জনদূর্ভোগ সৃষ্টি হলে তাকে ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগীরা অভিযোগ দিলে কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে উর্ধ্বতনকে জানানো হবে।