• July 27, 2024

মামলার রহস্য উদঘাটন করায় পুলিশ পরিদর্শক বিজন বড়ুয়া পুরুষ্কৃত

ফটিকছড়ি প্রতিনিধি: দ্রুততম সময়ে ক্লু-লেস হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও  অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায়  ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিজন বড়ুয়াকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় তাঁকে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। রবিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে এতে পুলিশ ও গোয়ান্দা বিভাগের উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আজিজুল হকের পুত্র মঈন উদ্দিন (২৮) কে বাড়ীর পাশের পুকুর থেকে  হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঐদিনই নিহতের বোন জামাই সাইফুদ্দিন দন্ড বিধির ২০৩ ধারা মোতাবেক ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের এক সপ্তাহের মধ্যেই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজন বড়ুয়া ঘটনার মূল রহস্য উদঘাটন ও  অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়।

এক প্রতিক্রিয়ায় বিজন বড়ুয়া সাংবাদিকদের জানান, ‘আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করতে চেষ্টা করেছি। এ পুরস্কার আমাকে বিপুল উৎসাহ জাগিয়েছে এবং আমার দায়িত্ব আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post