মামাতো বোনের বিয়েতে এসে সড়কেই প্রাণ গেলো যুবকের
স্টাফ রিপোর্টার: ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আবু জাফর নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পাইন্দং ইউপির হাফেজনগর যুগীনিঘাটা এলাকায় ডাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ যুবক নিহত হয়। নিহত আবু জাফর হারুয়ালছড়ি বড়বিল নয়াহাট এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার পুত্র। সে বর্তমানে নারায়ণগঞ্জ রুপগঞ্জের বাসিন্দা।
জানা যায়, নিহত জাফর ভূজপুর কাজিরহাট মোটরসাইকেল যোগে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছিল। যুগীনিঘাটা ব্রিজের দক্ষিণ পাশ্বে গেলে বিপরীত দিক থেকে আসা ডাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনা স্থলে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যুর বিষয়টি কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
মোহাম্মদ হারুন নামের এক ব্যক্তি জানান, নিহত জাফর মামাতো বোনের বিয়েতে নারায়ণগঞ্জ থেকে এসেছিল। সে চলে যাওয়ার প্রাক্কালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। জাফর ছোটকাল থেকে ভূজপুরে বড় হয়েছিল। ভূজপুর ন্যাশনাল স্কুল থেকে ২০০১ সালে এসএসসি পরিক্ষা দেয়ার পর নারায়নগঞ্জে চলে যায়। সেখানে তারা বসবাস করে আসছে।