• January 16, 2025

মারমা ঐক্য পরিষদ নেতার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির শোক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী পরিষদ সদস্য বাবু মং মংশি মাষ্টার (৬৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরোলোক গমন করেন। অদ্য রাত ২ঘটিকার সময় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন  ও গুনগ্রাহী রেখে গেছেন। বাবু মং মংশি মাষ্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা সদর সহ প্রতি উপজেলায় বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে। খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক  মো: আবু তালেব স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ বাবু মং মংশি মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং আত্মার সৎগতি কামনা করেই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post