মারমা কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে কুদুকছড়িতে মিছিল-সমাবেশ
ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটি বিলাইছড়িতে অরাছড়ি গ্রামে¡ দুই মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা। পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান এই শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি করা হয়। ২৪ জানুয়ারি পিসিপি রাঙ্গামাটি জেলা শাখা তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমার স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশটি বড় মহাপূরম উচ্চবিদ্যালয় গেইট হতে শুরু করে বাজার ঘুরে এসে সমাবেশের মধ্যে দিয়ে ইউপিডিএফের কার্যালয়ের সামনে শেষ হয়।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি রুপসি চাকমা সভাপতিত্বে ,হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা, পিসিপি রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা। বক্তারা অবিলম্বে ধর্ষনকারী সেনা সদস্যদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।