Homeস্লাইড নিউজশিরোনাম

মারমা সম্প্র্রদায়কেও আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে- কংজরী চৌধুরী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের শাপলা সংঘের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও চলতি দায়িত্

দীঘিনালায় এক ইউপিডিএফ কর্মী নিহত, বিস্তারিত আসছে…
লক্ষ্মীছড়িতে করোনা জনসচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচারণা
মহালছড়ির বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের শাপলা সংঘের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ও শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের চেতনাকে ধারণ করে মারমা সম্প্রদায়কে আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক পথে এগুতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। অন্যান্য সম্প্রদায়ের চাইতে মারমা সম্প্রদায় এতদিন পিছিয়ে পড়ে থাকলেও বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অনেক এগিয়ে গেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

১২ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টায় সিঙ্গিনালা শাপলা সংঘ কার্যালয়ের প্রাঙ্গণে শাপলা সংঘের সভাপতি আনুমং মারমা’র সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মংসুইপ্রু চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী, আওয়ামীলীগ এর স্থানীয় নেতা অংসাথোয়াই মারমাসহ অনেকে।

আলোচনা শেষে সিঙ্গিনালা এলাকার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।