মারাত্মক ঝুঁকিপূর্ণ মন্ধাকিনি বেইলী ব্রিজ
ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট-কাজিরহাট সড়কের মন্দাকিনি খালে বেইলি ব্রীজটিতে পাঠাতন খুলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। দীর্ঘদিন যাবৎ এভাবে চললেও সংশ্লিষ্ট এলজিইিডি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছেনা বলে অভিযোগ সর্বসাধারণের।
সরেজমিনে দেখা গেছে, সুয়াবিল, হারুয়ালছড়ি, ভুজপুর ইউনিয়নের প্রায় লাক্ষাধিক মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম এই ব্রীজটি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রীজের উপর দিয়ে চলা ফেরা করে। বিশেষত: স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিশুরা। ব্রীজের ফাঁকে পা আটকে বা সাইকেলের চাকা আটকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহ আলম বলেন, এই ব্রীজে পাঁচ টনের অধিক মামলামাল বোঝাই গাড়ি চলাচল নিষেধ। কিন্তু সেখানে আট হাজার ইট বোঝাই ট্রাক চলে। নোটিশ বোর্ড টাঙ্গানোর দুইদিন পর রাতের আঁধারে সেটি হারিয়ে যায়। এ ব্যাপারে বারং বার ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও এই অবস্থার উত্তরণ ঘটানো যায়নি।