মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় র‌্যালি

ডেস্ক রিপোর্ট: মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েবে মুন্তাজেম মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.) বলেছেন, মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও নিয়ামত স্বরূপ। তাই ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করা শরিয়তসম্মত উত্তম আমল। ঈদে মিলাদুন্নবী (দ.)কে ঘিরে জশ্নে জুলুসের মতো ব্যতিক্রমী সুন্নিয়তের সংস্কৃতি শুধু আজ এদেশে নয়; সারা বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হচ্ছে।

বেশী বেশী ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করে নবী বিদ্বেষীদের চক্রান্ত রুখে দিতে হবে। চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ৩১ অক্টোবর-২০১৯ইং, বৃহস্পতিবার, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের যৌথ আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.) একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, দরবারে গাউছুল আ’যম মাইজভাণ্ডারীর নায়েবে মুন্তাজেম শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.)। সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (মা.জি.আ.)।

মাওলানা মিনহাজুল ইসলাম আল্-কাদেরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম চট্টগ্রাম জেলার আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ মো: নঈমুদ্দীন আল্-মাইজভাণ্ডারী, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা আব্দুল গণি, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: আক্তার হোসেন, খলিফা আলহাজ্ব আব্দুল হামিদ, খলিফা মো: শামছু মাইজভাণ্ডারী, খলিফা মাওলানা রেজাউল করিম, আন্জুমান কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক সম্পাদক মো: ওয়াহিদুল কবির চৌধুরী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: আকবর হোসেন রুবেল, মাওলানা মো: মোরশেদুল আলম, মাওলানা খায়রুল আলম চিশতী, মাওলানা নাছির উদ্দিন আল্-কাদেরী, মাওলানা আইয়ুব নূরী, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো: ইউছুফ প্রমুখ। পরে র‌্যালি ও মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.)। হাজারো দ্বীনদার নবীপ্রেমী জনতা বিভিন্ন বাণী সম্বলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ র‌্যালিতে অংশ নেয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post