মায়ের সহযোগীতায় মেয়েকে ধর্ষণ করতো বাবা
স্টাফ রিপোর্টার: রামগড়ের মায়ের সহযোগিতায় পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনা জানাজানির পর দিনমজুর পাষান্ড পিতা পলাতক।
গত বৃহস্পতিবার রাতে মা ও মেয়েকে থানায় নিয়ে আসলে পুলিশের কাছে পিতার হাতে যৌন নির্যাতনের মর্মস্পর্শী বর্ননা দেয় মেয়ে। ধর্ষণ করতে পিতাকে সহযোগিতা করতো তারই মা।
রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন বলেন, মেয়ে ও তার মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেয়েটি একাধিকবার তার পিতার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এবং মাও বিষয়টি স্বীকার করেন। তিনি ধর্ষক পিতাকে গ্রেফতার এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।