• July 23, 2024

মিঠুন চাকমার প্রতি ইউপিডিএফ’র শেষ শ্রদ্ধা আগামীকাল

ডেস্ক রিপোর্ট: নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে আগামীকাল শুক্রবার শেষ শ্রদ্ধা জানাবে তাঁর দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

৪ জানুয়ারি  বৃহষ্পতিবার  ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকালশহীদ মিঠুন চাকমাকে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় রীতি-নীতি পালন শেষে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ পার্টি অফিসে নিয়ে আসা হবে। সেখানে পার্টি ও গণ সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভার্থী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন।

উক্ত অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post