মিঠুন চাকমার স্মরণে ১৪ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণসভা
ডেস্ক রিপোর্ট: গত ৩ জানুয়ারি ২০১৮, খাগড়াছড়িতে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীকে লেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় পরিকল্পনায় খুন হন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমা। তাঁর স্মরণে খাগড়াছড়ির স্বনির্ভর মাঠে আগামী ১৪ জানুয়ারি (রবিবার) এক স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান আয়োজন করেছে ইউপিডিএফ।
উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়িস্থ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবং স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।