• September 20, 2024

মিঠুন চাকমা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি: মিঠুন চাকমার হত্যা কারীদের গ্রেপ্তাদের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ, খাগড়াছড়ি ইউনিট।

বৃহস্পতিবার দুপুরে স্বনির্ভর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর গিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ খাগড়াছড়ি সংগঠক মাইকেল, চাকমা, দেবন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামে সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা।

বক্তারা অবিলম্বে ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন এলাকার লোকজন ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post